Home » তরুণীটি দেখতে শত বছর আগে আঁকা ছবির মতো

তরুণীটি দেখতে শত বছর আগে আঁকা ছবির মতো

by ectbd

যুক্তরাষ্ট্রের ২২ বছর বয়সী তরুণী রাইলি ম্যাডিসন ল্যাডনার। বিভিন্ন বিষয়ে ভিডিও বানিয়ে তিনি অনলাইনে পোস্ট করেন। হঠাৎ টিকটকে অচেনা এক ব্যক্তির কাছ থেকে তিনি একটি ম্যাসেজ পান। ওই ম্যাসেজে লেখা ছিল, তিনি দেখতে হুবহু ১৯০৯ সালে এক শিল্পীর আঁকা একটি ছবির মতো!

বার্তাটি পেয়ে হতবাক হলেও রাইলি বিষয়টিকে খুব একটা পাত্তা দেননি। কিন্তু পরপর আরও কয়েকটি বার্তা পাওয়ার পর বিষয়টিকে আর পাত্তা না দিয়ে থাকতে পারেননি এই তরুণী।

You may also like

Leave a Comment