Home » ৩৩তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় বিশেষ অতিথি বক্তা হিসেবে আমন্ত্রিত হয়েছেন ড. মিল্টন বিশ্বাস

৩৩তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় বিশেষ অতিথি বক্তা হিসেবে আমন্ত্রিত হয়েছেন ড. মিল্টন বিশ্বাস

।। ইসিটি প্রতিবেদক।।

by ectbd@org

বিশিষ্ট প্রাবন্ধিক, কলামিস্ট, সাহিত্য-সমালোচক, কবি, বঙ্গবন্ধু গবেষক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. মিল্টন বিশ্বাস মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৪-এ অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পেয়েছেন। 

নিউইয়র্ক-ভিত্তিক একটি অলাভজনক সংস্থা ‘‘মুক্তধারা ফাউন্ডেশন’’ কর্তৃক আয়োজিত এ বইমেলা আগামী ২৪ থেকে ২৭ মে জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে। নিউইয়র্কের সবচেয়ে বড় আয়োজনের ৩৩তম এই আসরে বিশ্বের ৩০টি প্রকাশনা সংস্থা অংশ নেবে। আমন্ত্রণপত্রসূত্রে জানা যায়, জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আন্তর্জাতিক পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের বইমেলা। মেলায় ২ হাজারের বেশি নতুন বই থাকবে। বাংলাদেশ, কোলকাতাসহ দক্ষিণ এশিয়ার বাইরে অনুষ্ঠিতব্য সর্ববৃহৎ এ বইমেলায় ড. মিল্টন বিশ্বাসকে এক বা একাধিক সেমিনারে অতিথি বক্তা হিসেবে থাকার আমন্ত্রণ জানানো হয়েছে। 

উল্লেখ্য যে, এর আগে ভারতের ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় এবং প্রবহমান বাংলাচর্চার আয়োজনে পৃথক দুটি আন্তর্জাতিক সেমিনারে বিশেষ বক্তা ও সভাপতিত্ব করার আমন্ত্রণ পেয়েছিলেন বঙ্গবন্ধু গবেষক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মিল্টন বিশ্বাস। 

গত ৩ এপ্রিল (২০২৪) ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে ভারতীয় ভাষা ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের আয়োজনে ‘ভারতীয় সংস্কৃতি: অতীত ও বর্তমান’ নিয়ে আন্তর্জাতিক আলোচনাচক্র  এবং  ৫ এপ্রিল ২০২৪ শুক্রবার দমদম মতিঝিল কলেজের সঙ্গে যৌথ উদ্যোগে প্রবহমান বাংলাচর্চার আরেকটি আন্তর্জাতিক আলোচনাচক্রে অংশ নেন তিনি।  এছাড়াও ডক্টর মিল্টন বিশ্বাস মাইকেল মধুসূদন দত্তের দ্বিশত বর্ষ, চলচ্চিত্রকার মৃণাল সেনের শতবর্ষ এবং কথাসাহিত্যিক সমরেশ বসুর শতবর্ষ উপলক্ষ্যে বিশ্বভারতী বাংলা বিভাগ আয়োজিত আন্তর্জাতিক আলোচনা চক্রে ১৪ ও ১৫ মার্চ (২০২৪) বিশেষ অতিথি (বক্তা) হিসেবে উপস্থিত ছিলেন।  ১৩ মার্চ  অপর একটি আন্তর্জাতিক সেমিনারে তিনি সুশীল কর কলেজে বক্তব্য প্রদান করেন। 

ভারতের ‘‘আচার্য দীনেশচন্দ্র সেন স্মৃতি স্বর্ণ পদক’’ ও ‘‘দীনেশ-রবীন্দ্র সম্মাননা পত্র’’ পাওয়া ড. মিল্টন বিশ্বাস কলকাতার উপনিবেশ বিরোধী এবং কর্পোরেট বিরোধী প্ল্যাটফর্ম ‘জ্ঞানগঞ্জ’ আয়োজিত একাধিক সেমিনার ও আলোচনা চক্রে অংশগ্রহণ করেছেন। 

এর আগে ড. মিল্টন বিশ্বাস সেমিনার ও আলোচনা চক্রের সূত্রে ২০১৭ সালে জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় এবং ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের হাওয়ায় দ্বীপ ভ্রমণ করেন। 

অধ্যাপক ডক্টর মিল্টন বিশ্বাস একাধারে কবি, লেখক, প্রাবন্ধিক,  বঙ্গবন্ধু গবেষক ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি অধ্যাপনা ও লেখালেখির পাশাপাশি নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন। তিনি বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সাধারণ সম্পাদক  এবং ইক্যুমেনিকাল  খ্রিস্টান ট্রাস্ট বাংলাদেশ এর সাধারণ সম্পাদক।

You may also like

Leave a Comment