সমাজসেবামূলক প্রতিষ্ঠান ইক্যুমেনিক্যাল খ্রিষ্টান ট্রাস্ট (ইসিটি) আগামী শনিবার, ১৬ আগস্ট(২০২৫) মিরপুরে বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প আয়োজন করতে যাচ্ছে। ক্যাম্পটি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইসিটি অফিস প্রাঙ্গণে (ঠিকানা: ৮৮/১ সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা) অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানিয়েছেন, ক্যাম্পে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, রক্তচাপ ও রক্তের সুগার পরীক্ষা, হৃদরোগ ও ডায়াবেটিস সংক্রান্ত পরামর্শ, শিশু ও মহিলাদের স্বাস্থ্যসেবা এবং বিনামূল্যে প্রেসক্রিপশন প্রদান করা হবে।
ক্যাম্পের উদ্বোধন করবেন ডা. এডুয়ার্ড পল্লব রোজারিও, মেডিকেল ডিরেক্টর ও কনসালটেন্ট (ফ্যামিলি মেডিসিন), ফর্মার; সেন্ট জন ভিয়ানী হাসপাতাল, ঢাকা। সেবা প্রদানে থাকবেন সাত(৭ জন) জন চিকিৎসক। তারা হলেন- ডা. গিলবার্ট সোহাগ মজুমদার – এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), সিপিডি, রেসিডেন্ট (কার্ডিওলজি), জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, ঢাকা। ডা: মিথুন ঘোষ, এম বি বি এস (কে এম সি), মেডিকেল অফিসার,স্বাস্থ্য বাতায়ন, এফ সি পি এস পার্ট -১ (অর্থোপেডিক্স সার্জারী), এইচ,এম ও (বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি -সাবেক পিজি), ডা. জয়া রোজমেরী রোজারিও – এমবিবিএস, মেডিকেল অফিসার, সেন্ট জন ভিয়ানী হাসপাতাল, ঢাকা। ডা. মেরী গ্লোরীয়া রোজারিও – এমবিবিএস, জেনারেল ফিজিশিয়ান। ডা. সম্প্রীতি পাল – এমবিবিএস, মেডিকেল অফিসার, স্বাস্থ্য বাতায়ন। ডা. ব্রাইন রোজারিও– এমবিবিএস, মেডিকেল অফিসার। ডা. মহার্ণব দফো – এমবিবিএস, মেডিকেল অফিসার, দি সালভেশন আর্মি অব বাংলাদেশ।
ইসিটি সেক্রেটারি অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস বলেন, ‘‘মানবকল্যাণে কাজ করা আমাদের অঙ্গীকারের অংশ। এই উদ্যোগের মাধ্যমে আমরা স্থানীয় বাসিন্দাদের সহজলভ্য ও বিনামূল্যের স্বাস্থ্যসেবা প্রদান করতে চাই।’’ ইসিটি কর্তৃপক্ষ আরো জানিয়েছেন, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সমাজের অবহেলিত ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে তারা স্থানীয় জনগণের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক চিকিৎসা সেবা সহজলভ্য করতে চান।
ইসিটি ট্রাস্টি বোর্ডের সদস্য মেজর জ্ঞানেন্দ্র বাড়ৈ ও শিখা বিশ্বাসের তত্ত্বাবধানে এবং বোর্ডের চেয়ারম্যান বিশপ শিমসন বাড়ৈ, বোর্ড সদস্য জন সুশান্ত বিশ্বাস ও ডেভিড আশীষ গমেজের সার্বিক পরিচালনায় স্বাস্থ্য ক্যাম্পটি সম্পন্ন হবে। এছাড়া ইসিটি স্কলারশিপ প্রাপ্ত ২০ জন ছাত্র-ছাত্রী ডাক্তারদের সহযোগিতা করবেন বলে জানা গেছে।