Home » নিরাপত্তা, ধর্মীয় সম্প্রীতি ও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার

নিরাপত্তা, ধর্মীয় সম্প্রীতি ও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার

নিরাপত্তা, ধর্মীয় সম্প্রীতি ও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা

by ectbd@org

### সংবাদ বিজ্ঞপ্তি

**বিষয়:** নিরাপত্তা, ধর্মীয় সম্প্রীতি ও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা
**আয়োজক:** ইক্যুমেনিক্যাল খ্রিষ্টান ট্রাস্ট (ইসিটি)
**তারিখ:** ১৭ জানুয়ারি, ২০২৫, শুক্রবার
**সময়:** সকাল ১০.৩০ মিনিট
**স্থান:** সেন্ট থমাস চার্চ, মুক্তিযোদ্ধা সংসদ গলি, মগবাজার, ঢাকা

**প্রধান অতিথি:**
জর্জ বিনিময় রায়, সেন্ট থমাস চার্চ-এর সিনিয়র নেতা

**বিশেষ অতিথিবৃন্দ:**
– নাসির উদ্দীন আহমদ, অধ্যাপক, ইংরেজি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
– বিশপ সাইমন বাড়ৈ, সদস্য- ইসিটি বোর্ড
– জন সুশান্ত বিশ্বাস, ট্রেজারার, ইক্যুমেনিক্যাল খ্রিষ্টান ট্রাস্ট (ইসিটি)

**সভাপতি:**
রেভা: ইম্মানুয়েল মল্লিক, চেয়ারম্যান, ইক্যুমেনিক্যাল খ্রিষ্টান ট্রাস্ট (ইসিটি)

**মূল প্রবন্ধ:**
মিল্টন বিশ্বাস, সেক্রেটারি, ইক্যুমেনিক্যাল খ্রিষ্টান ট্রাস্ট (ইসিটি)

এতে নিরাপত্তা, ধর্মীয় সম্প্রীতি ও জাতীয় ঐক্যের গুরুত্ব নিয়ে আলোচনা করা হবে। আগ্রহী সবাইকে এই সেমিনারে অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে। আশা করি এই সভায় আসার মাধ্যমে আমরা একসাথে সমাজে শান্তি এবং সমন্বয় প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে সক্ষম হবো।

You may also like

Leave a Comment