আগামী শনিবার, ৪ অক্টোবর ২০২৫, ইক্যুমেনিক্যাল চার্চ অব বাংলাদেশ (ইসিটি) আয়োজন করতে যাচ্ছে এক বিশেষ উপাসনা ও সেমিনার। অনুষ্ঠানটি সকাল ৯:৩০ মিনিটে শুরু হবে রাজধানীর মিরপুর-১০ এর সেনপাড়া পর্বতা এলাকায় অবস্থিত ইসিটি কনফারেন্স রুমে।
সেমিনারের থিম নির্ধারণ করা হয়েছে: “বাইবেল ও আইনের দৃষ্টিতে পারিবারিক জীবন: আমাদের করণীয়”। এতে প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন অ্যাডভোকেট অশোক বিশ্বাস, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
সভাপতির দায়িত্ব পালন করবেন বিশপ শিমসন বাড়ৈ, চেয়ারম্যান, ইসিটি বোর্ড।
উপাসনা পরিচালনা করবেন মেজর জ্ঞানেন্দ্র বাড়ৈ, সদস্য, ইসিটি বোর্ড।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন:
-
অধ্যাপক নাসির উদ্দীন আহমদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
-
ডা. এডুয়ার্ড পল্লব রোজারিও, চিকিৎসক ও কনসালটেন্ট
-
পাস্টর রেভারেন্ড নথনেল সেতু মুন্সী, সেক্রেটারি, ঢাকা পাস্টর্স ফেলোশিপ
-
শিখা বিশ্বাস ও ডেভিড আশীষ গমেজ, সদস্য, ইসিটি বোর্ড
সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠানে থাকবে উপাসনা, আলোচনাপর্ব, অতিথিদের বক্তব্য এবং প্রশ্নোত্তর ও উন্মুক্ত আলোচনা।
অনুষ্ঠান শেষে সভাপতির সমাপনী বক্তব্য এবং ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সেমিনারটি সমাপ্ত হবে।
ইসিটি সূত্রে জানা গেছে, সেমিনারে সকল সদস্য ও আগ্রহীদের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।