Home » ইসিটি আয়োজিত বিশেষ উপাসনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে ২৬ সেপ্টেম্বর

ইসিটি আয়োজিত বিশেষ উপাসনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে ২৬ সেপ্টেম্বর

ঢাকা, সেপ্টেম্বর ২০২৫:

by ectbd

আগামী শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, রাজধানীর ইসিটি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইক্যুমেনিক্যাল চার্চ ট্রাস্ট (ইসিটি)-এর আয়োজনে এক বিশেষ উপাসনা ও মতবিনিময় সভা।
আলোচনার থিম নির্ধারণ করা হয়েছে:
“খ্রিষ্টান সমাজের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ : গবেষণার রূপরেখা অন্বেষণ”।

অনুষ্ঠান শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে।

এই আয়োজনে প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট খ্রিষ্টান লিডার ও চিন্তক ড. ডেনিস দীলিপ দত্ত।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন:

অধ্যাপক নাসির উদ্দীন আহমদ, ইংরেজি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং জুলাই গণ-অভ্যুত্থান সংগঠক

ড. বেনেডিক্ট আলো ডি’রোজারিও, প্রেসিডেন্ট, কারিতাস এশিয়া

রেভাঃ অ্যালভিন পি ভক্ত, সিনিয়র পাস্টর ও লেখক

অধ্যাপক ফাদার তপন ডি’ রোজারিও, ঢাকা বিশ্ববিদ্যালয়

পাস্টর রেভারেন্ড নথনেল সেতু মুন্সী, সেক্রেটারি, ঢাকা পাস্টর্স ফেলোশিপ

রেভারেন্ড জেমস জীপু রায়, হাউজ চার্চ অব বাংলাদেশ

মেজর জ্ঞানেন্দ্র বাড়ৈ, সদস্য, ইসিটি বোর্ড

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশপ শিমসন বাড়ৈ, চেয়ারম্যান, ইসিটি বোর্ড।

উক্ত মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন ধর্মীয় নেতা, শিক্ষাবিদ, গবেষক ও খ্রিষ্টান সমাজের প্রতিনিধিরা।
উদ্দেশ্য – অতীতের অভিজ্ঞতা, বর্তমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ গঠনের পথ নিয়ে বিশ্লেষণ ও চিন্তাভাবনা বিনিময়।

আগ্রহী ব্যক্তিদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

You may also like

Leave a Comment