Home » ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের সঙ্গে ইসিটি কমিটির সাক্ষাৎ

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের সঙ্গে ইসিটি কমিটির সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

by ectbd@org

গত ৫ সেপ্টেম্বর (২০২৪) বৃহস্পতিবার রাজধানীর গুলশানে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্যসচিব আমিনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইক্যুমেনিক্যাল খ্রিষ্টান ট্রাস্ট (ইসিটি)-এর বোর্ড চেয়ারম্যান রেভারেন্ড ইম্মানুয়েল মল্লিক, সেক্রেটারি অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস এবং ট্রেজারার জন সুশান্ত বিশ্বাস।

জাতীয় দলের সাবেক এই কৃতি ফুটবলার সাক্ষাতের সময় বলেন, ধর্ম-বর্ণ-নির্বিশেষ আমরা সকলে মানুষ। এখানে সংখ্যালঘু বলে কিছু নেই । আপনারা আমাদের প্রতিবেশী, ভাই-বোন । বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উদ্ধৃতি দিয়ে তিনি আরো বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংসের চক্রান্তের বিরুদ্ধে বিএনপি’র নেতা-কর্মী সবসময় সতর্ক । উল্লেখ্য,  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩ সেপ্টেম্বর (২০২৪) বলেছেন, বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি ধ্বংসের ষড়যন্ত্রকারীদের হাত থেকে এক ধর্মের উপাসনালয় আরেক ধর্মের অনুসারীরা ঐতিহ্যগতভাবে যুগ যুগ ধরে রক্ষা করছে । তারা বারবার প্রমাণ করেছে, এ দেশে সংখ্যালঘু আর সংখ্যাগুরু বলে কিছু নেই । তিনি আরো বলেন, ‘আমাদের সবারই এক ও অভিন্ন পরিচয়—আমরা সবাই বাংলাদেশি । শুধু কথায় নয়, কাজেও এর প্রমাণ দিতে হবে যখনই প্রয়োজন হবে ।’

অদৃশ্য শত্রুদের ষড়যন্ত্র মোকাবেলায় যেমন নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তেমনি ইসিটি পরিবারও সর্বদা সতর্ক থাকে যেন কোনো ষড়যন্ত্রই ইসিটির জনকল্যাণমূলক কাজের ব্যাঘাত ঘটাতে না পারে।  

ইসিটি’র চেয়ারম্যান রেভারেন্ড ইম্মানুয়েল মল্লিক খ্রিষ্টান এবং বৃহত্তর সমাজের মাঝে ইসিটি’র কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন। সদস্যসচিব আমিনুল হক জানান, ইসিটি বন্যা দুর্গতদের ত্রাণ সাহায্য দিয়ে মহৎ কাজ করেছে। এ ধরনের কাজে সেবামূলক এই ধর্মীয় প্রতিষ্ঠানের সাফল্য কামনা করে ইসিটি’র যে কোনো কাজে সহযোগিতা প্রদানের আশাবাদ ব্যক্ত করেন তিনি ।

You may also like

Leave a Comment