Home » প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে বানভাসি মানুষের পাশে ইসিটি

প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে বানভাসি মানুষের পাশে ইসিটি

নিজস্ব প্রতিবেদক।

by ectbd@org

মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এর আহ্বানে ইক্যুমেনিক্যাল খ্রিস্টান ট্রাস্ট ( ইসিটি) নোয়াখালী জেলার সোনাপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচী পালন করেছে। 

বৃহস্পতিবার (২৯ আগস্ট ২০২৪) ঢাকা থেকে একটি গাড়িতে শুকনো খাবার ও পানীয় নিয়ে ইসিটি’র সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস ও ইসিটি’র ট্রেজারার জন সুশান্ত বিশ্বাসসহ ইসিটির সদস্যবৃন্দ নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হন। সেখানে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বানভাসি মানুষের সীমাহীন কষ্ট-দুর্ভোগ লাঘবের উদ্দেশ্যে ইসিটির পক্ষ থেকে সহযোগিতা করা হয় । 

সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এই মুহূর্তে বন্যা মোকাবিলাকে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার উল্লেখ করে বেসরকারি প্রতিষ্ঠান ও দেশবাসীকে বন্যা মোকাবিলায় সরকারের সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানান।

বন্যা পরিস্থিতি নিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।  এ ডাকে সাড়া দিয়ে আর্তমানবতার সেবায় নিয়োজিত ইক্যুমেনিক্যাল খ্রিস্টান ট্রাস্ট ( ইসিটি) যথাসাধ্য সহযোগিতার হাত বাড়িয়েছে। 

ইসিটির সেক্রেটারি অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস বলেন, প্রধান উপদেষ্টার ডাকে সাড়া দিয়ে দেশের বন্যার্ত মানুষের পাশে ইসিটি দাঁড়ানোর চেষ্টা করছে। তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা বন্যার্তদের সাহায্যে যেভাবে উদ্যোগ নিয়েছেন তা অভূতপূর্ব। মূলত প্রধান উপদেষ্টার আহ্বান ও সচেতন নাগরিক হিসেবে দেশের ক্রান্তিকালে মানুষের পাশে দাঁড়ানোই ইসিটির লক্ষ্য ও উদ্দেশ্য। 

অধ্যাপক মিল্টন বিশ্বাস নোয়াখালী থেকে ঘুরে এসে বলেন, বন্যার্ত মানুষের দুঃখ কষ্ট একই সঙ্গে তাকে ব্যথিত, ক্ষুব্ধ ও চিন্তিত করেছে। কয়েকদিনের মধ্যে বিপুলসংখ্যাক শিশু-কিশোর-তরুণসহ নানা বয়সী মানুষের রাজনৈতিক অভিলাষের বলি হওয়ার মানসিক ধাক্কা কাটিয়ে ওঠার আগেই আকস্মিক এই বন্যায় প্রতিবেশী দেশ ভারতের ত্রিপুরা থেকে হঠাৎ নেমে আসা উজানের ঢলে বাংলাদেশীদের অসহায় পরিস্থিতি আন্তঃদেশীয় অর্থনীতি ও রাজনীতি অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

উল্লেখ্য, ইক্যুমেনিক্যাল খ্রিস্টান ট্রাস্ট ( ইসিটি) একটি অলাভজনক প্রতিষ্ঠান যা আর্ত মানবতার সেবায় নিরলস কাজ করে যাচ্ছে।  

You may also like

Leave a Comment